18.2 C
New York

রাবির অধীনে ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজের ১৪০০ আসনে ভর্তিতে আবেদন শুরু, দেখুন বিস্তারিত

Published:

*২০২১ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

*২০১৭ ও তৎপরবর্তী বছরের এসএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

*পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত/জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থাকতে হবে।

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩–সহ মোট জিপিএ থাকতে হবে ৭।

*ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪ স্কেলকে ৫ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪–এর স্কেলে ২ দশমিক ৬–এর কম হলে আবেদন করতে পারবেন না।

*২০২১, ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

*জিসিই A লেভেল পরীক্ষা ৫টি বিষয়ে এবং O লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করতে হবে।

*ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।

Related articles

Recent articles

spot_img