18.3 C
New York

যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ কী বার্তা দিচ্ছে

Published:

নতুন ও পুরোনো প্রজন্মের মধ্যে মতামতের এ ফারাক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্যও একটি হুমকি। দেশটি ওয়াশিংটনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দল থেকে সমর্থন পেয়ে আসছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ওয়াশো বলেন, ‘ইসরায়েলকে নিয়ে এরই মধ্যে আমরা প্রজন্মগত মতপার্থক্যের বিষয়টি দেখতে পাচ্ছি। এটি ডেমোক্রেটিক পার্টির জন্য দীর্ঘমেয়াদি একটি ইস্যু হতে চলেছে।’

আল জাজিরাকে ওমর ওয়াশো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা বিক্ষোভ এ মতপার্থক্যকে জোরালো করেছে।’

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে গত সপ্তাহে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছেন নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাঁদের বিক্ষোভ দমনে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে বিক্ষোভে অংশ নেওয়া এ শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়াসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হচ্ছেন।

দমনপীড়ন সত্ত্বেও যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই রকম ক্যাম্প গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলছে অন্যান্য দেশেও।

প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহিংস পন্থায় আটক করছে পুলিশ। এসব ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে। কিন্তু ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ প্রশমনে খুব সামান্যই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related articles

Recent articles

spot_img