20.7 C
New York

মেলায় চড়ক ঘুরাতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু

Published:

নাটোরের গুরুদাসপুরে চড়ক মেলায় হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ সঞ্জিত (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সঞ্জিত সিধুলী ঘোষপাড়া এলাকার সর্গীয় সদুর্শন ঘোষের ছেলে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে দুইশ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বউ মেলায় চড়ক ঘুরাতে যান সঞ্জিত। শুক্রবার মেলায় সঞ্জিতসহ ৩ থেকে ৪ জন যুবক চড়ক ঘুরাতে থাকেন। এসময় হঠ্যৎ সঞ্জিত মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এরপর অবস্থার অবনতি হলে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার অনেক আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img