19.8 C
New York

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

Published:

পবিত্র কুরআনের সুরা আর রহমানের ১৯ ও ২০ আয়াতে এরশাদ হচ্ছে, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। এছাড়াও সুরা ফোরকানের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তিনিই দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট স্যুপেয় এবং অন্যটি লোনাখর, আর তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান।

ভূমধ্যসাগর আর বিখ্যাত নীলনদ মিলিত হয়েছে মিশরের দুম্মিয়াত নামক স্থানে। সেখানে নীলনদের মিষ্টি পানি আর ভূমধ্যসাগরে লোনা পানি প্রবাহিত হচ্ছে আপন গতিতে কিন্তু একে অপরকে অতিক্রম করে না।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সেই মারাজাইল বাহরাইনে গিয়ে ঈদ পুনর্মিলনী করলো মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত করলো আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ।

কায়রো থেকে বাসযোগে রাস-ইল-বার জেলার দুম্মিয়াত শহরের ভূমধ্যসাগর সৈকতে ছাত্ররা মেতে উঠেছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হাঁড়ি ভাঙা, দড়ি টানাসহ বিভিন্ন খেলায়। পড়ন্ত বিকেল দুই দরিয়ার মহনায় দাঁড়িয়ে হাম নাত পড়ার পাশাপাশি ওরা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে প্রকরিত করে তোলে গোটা এলাকা। সাথে যোগ দেয় স্থানীয় মিশরীয়সহ বিভিন্ন দেশের পর্যটকরা।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী নরসিংদীর খালেদ মনসুর আজহারী বলেন, প্রিয় মাতৃভূমি ও আপনজনদের ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসীদের ঈদ যেন এক ভিন্ন রকম অনুভূতি, আজকের আনন্দ ভ্রমণের আয়োজনে আপনজনদের ছেড়ে একাকী ঈদ কাটানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হলো।

আরেক শিক্ষার্থী খাগড়াছড়ির ইলিয়াস হোসেন আজহারী বলেন, এই ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফরে এসে চমৎকার একটি ঘটনায় মনটা ভালো হয়ে গেলো। মাগরিবের আগ-মুহূর্তে সূর্য ডোবার সময় দুই দরিয়ার পানিগুলো লালছে কালার ধারণ করে। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল হাজারো পর্যটক।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

সবার মতো আমরাও শামিল হলাম সেখানে, সেই মুহূর্তে মিশরীয় কিছু ছেলে/মেয়ে তাদের দেশীয় গানের সঙ্গে নাচ দেখে আমরা ব্যথিত হলাম। পরক্ষণেই আমরা সামান্য দূরে গিয়ে মনের সমস্ত আবেগ দিয়ে প্রাণ খুলে গাইতে শুরু করলাম, ‘হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে’। তা দেখে আস্তে আস্তে মিশরীয়রা আমাদের সামনে হাজির হচ্ছে দেখে আমরাও সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলা ভাষায় হামদ ও নাত গাইলাম। আমাদের সাথে যোগ দিলো মিশরীয়সহ বিভিন্ন দেশের পর্যটকরা।

লিল্লাহে তাকবির আল্লাহু আকবার, আমাদের দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তুললাম দুই দরিয়ার মোহনা।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]

Related articles

Recent articles

spot_img