11.7 C
New York

বুয়েটের অচলাবস্থা পুরোপুরি কাটেনি | প্রথম আলো

Published:

বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের অগ্রভাগে থাকা একজন শিক্ষার্থী বলেন, তাঁদের আশা, ৩০ এপ্রিলের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

এ বিষয়ে বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। তবে কবে নাগাদ কাজটি শেষ হবে, তা বলতে পারছি না।’

এদিকে ঈদের আগে বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে ছাত্রলীগের কঠোর অবস্থান দেখা গিয়েছিল। মৌলবাদী গোষ্ঠীর ‘কালো ছায়া’ থেকে বুয়েটকে মুক্ত করতে ৩১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছিল ছাত্রলীগ। সমাবেশের পর বুয়েট ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পাসের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন নেতা-কর্মীরা। বুয়েটের ছাত্রলীগ-সমমনারা ক্যাম্পাসের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছিলেন। কিন্তু ঈদের পর সরকার বা ছাত্রলীগের কোনো পর্যায় থেকে বুয়েটের বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজ বুধবার প্রথম আলোকে বলেন, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে যেসব উদ্বেগ বা শঙ্কা রয়েছে, সেগুলোর নিরসন করে তাঁরা বুয়েটে ছাত্ররাজনীতির সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে চান। বুয়েটের শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে আছেন। ছাত্রলীগ চায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন থাকুক। সব মিলিয়ে ছাত্রলীগ বুয়েটের বিষয়ে সময় নিয়ে এগোচ্ছে।

Related articles

Recent articles

spot_img