15.6 C
New York

ইউটিউব ভিডিও গ্যালারিতে সেভ করবেন যেভাবে

Published:

প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে বসেই হাতে থাকা ফোনে সব খবর পাচ্ছেন, দূর-দুরান্তে যোগাযোগ করতে পারছেন। যে কোনো দেশের নাটক সিনেমা স্মার্টফোনেই দেখে নিতে পারছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।

সারাক্ষণ কোনো না কোনো সিরিজ, নাটক, সিনেমা বা গানে বিনোদন নিচ্ছেন ইউটিউবে। ইউটিউবে ভিডিও দেখার জন্য ফোনে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। ইউটিউবের ভিডিও ডাউনলোড করলে তা সরাসরি গ্যালারিতে সেভ হয় না, ইউটিউবের লাইব্রেরিতে রয়ে যায়।

খুব সহজে ইউটিউব ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখা যায়। পরে ডাটা ছাড়াই যখন ইচ্ছা দেখা যাবে সেই ভিডিও। এই পদ্ধতিতে ডাউনলোড করলে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যও নিতে হবে না। খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে।

ইউটিউব ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করতে en.savefrom.net অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে মাত্র কয়েকটি ধাপেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও। দেখে নিন উপায়-

>> প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপটি খুলুন।
>> এবার যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করুন।
>> এবার এই বিশেষ অ্যাপ্লিকেশন en.savefrom.net এ যেতে হবে।
>> এখানে আপনি একটি বক্স পাবেন যার উপর লেখা থাকবে ‘পাস্ট ইওর ভিডিও লিঙ্ক হেয়ার’, তার উপর ভিডিওর লিঙ্ক পেস্ট করুন।
>> এখন আপনি ভিডিওর ফরম্যাট পাবেন। যে ফরম্যাটে আপনি ভিডিও সেভ করতে চান, তা বেছে নিন।
>>এবার ডাউনলোড বোতামে ক্লিক করুন। ব্যাস, ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

আরও পড়ুন
ইউটিউব ভিডিও থেকে জিআইএফ ভিডিও বানাবেন যেভাবে
ইউটিউবে এখন আয় হবে বেশি, এলো নতুন ফিচার

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img