12.7 C
New York

বাংলাদেশের সিনেমার নতুন দিগন্ত ‘পেয়ারার সুবাস’ রিভিউ ও বিশ্লেষণ

Published:

দেখব দেখব করেও সিনেমা হলে গিয়ে দেখা হয় নাই। তত দিনে ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। সেই সুবাদে ঘরে বসেই দেখা হয়ে গেল নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। ছোটবেলা থেকেই অনেক আগ্রহ নিয়ে দেখতাম তাঁর কাজ এবং সম্ভবত সব কটি বা বেশির ভাগই দেখা হয়েছে আমার। তবে এ-ও বলে রাখি, সব যে বুঝেছি তখন তা নয়, কিন্তু না বুঝলেও ভালো লাগত। তাঁর কাজ অন্য রকম লাগত। এবারেও যে বুঝেছি, তা নয়। সিনেমাটা বোঝার জন্য এবার গুগল ও বইপত্র ঘেঁটেছি। ঘাঁটাঘাঁটির পর মনে হলো, এবার যা বুঝলাম, এটা নিয়েই একটা কিছু লেখা যাক। পাঠক ও সিনেমাবোদ্ধারা আমার বোঝার ভুল শুধরে দেবেন নিশ্চয়ই।
এখন বলি, কেন এই সিনেমা নিয়ে আমি এত আগ্রহী হলাম। উত্তর খুব সোজা আবার কঠিন। আমার কাছে মনে হয়েছে, এই সিনেমা সম্পূর্ণই একটা বাংলাদেশের সিনেমা হয়েছে, যেখানে এই জনপদের অনেক গল্পকাহিনি ও এই ভূমণ্ডলের প্রাকৃতিক নানা উপাদান ছড়িয়ে আছে। মানে, বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের নৃতাত্ত্বিক পটভূমি, আবহাওয়া, সেই অঞ্চলের মানুষগুলোর জীবনযাত্রা, পেশা, লোকাচার, প্রযুক্তির ব্যবহার, খাবারদাবার, বিশ্বাস, ভক্তি, স্বভাব, কাম-প্রেম, উপকথার নানা উপাদান দিয়ে সিনেমাটি সাজানো হয়েছে। তাই বাংলাদেশের সিনেমা হিসেবে একে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর উত্তরটা কঠিন এই কারণে, এই সিনেমার গল্প বলার ধরন, দৃশ্যায়ন, সংলাপ, ফটোগ্রাফিক ইমেজ—সব মিলিয়ে যে পরিবেশনা, সেটা আমার খুব ভালো লেগেছে, এই ভালো লাগার কোনো ব্যাখ্যা নেই।

Related articles

Recent articles

spot_img