9.5 C
New York

টানা ছয় হারের পর অবশেষে দ্বিতীয় জয়ের দেখা বেঙ্গালুরুর

Published:

এই ম্যাচটা হারলে প্লে-অফের আশা বলতে গেলে শেষই হয়ে যেতো। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানের বড় ব্যবধানে হারিয়ে কাগজে-কলমে টিকে রইলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে টানা ছয় হারের পর এটি তাদের দ্বিতীয় জয়।

হায়দরাবাদের লক্ষ্য ছিল ২০৭ রানের। তাদের তিন বিদেশি ব্যাটার সুবিধা করতে না পারাতেই এমন হার। ট্রাভিস হেড ১, এইডেন মার্করাম ৭ আর হেনরিখ ক্লাসেন সাজঘরে ফেরেন ৭ করেই।

দশ ওভারের আগেই ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় হায়দরবাদ। শাহবাজ আহমেদ ৩৭ বলে অপরাজিত ৪০ আর অধিনায়ক প্যাট কামিন্স ১৫ বলে ৩১ করে কেবল পরাজয়ের ব্যবধানটুকুই যা কমিয়েছেন। ৮ উইকেটে ১৭৮ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

বেঙ্গালুরুর স্বপ্নীল সিং, কর্ন শর্মা আর ক্যামেরন গ্রিন নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিং সহায়ক উইকেটেও ধীরগতির এক ফিফটি করেন বিরাট কোহলি। যদিও রজত পাতিদার আর ক্যামেরন গ্রিনের ব্যাটে চড়ে ৭ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহই দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ওপেনিংয়ে ফ্যাফ ডু প্লেসি ১২ বলে ২৫ করলেও কোহলি ঠিক তাল মেলাতে পারেননি তার সঙ্গে। ৪৩ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৫১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।

তবে কোহলি ধীরগতির হাফসেঞ্চুরি করলেও ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে চার নম্বরে নামা রজত পাতিদার ছিলেন ঠিক উল্টো। ২০ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

শেষদিকে ক্যামেরন গ্রিন ২০ বলে ৫ বাউন্ডারিতে ৩৭ রান করে দলকে দুইশোর্ধ্ব সংগ্রহ গড়ে দেন। দিনেশ কার্তিক ৬ বলে ১১ আর স্বপ্নীল সিং করেন ৬ বলে ১২।

হায়দরাবাদের জয়দেব উনাদকাট ৩০ রানে ৩টি আর টি নজটরাজন ৩৯ রান খরচায় নেন ২টি উইকেট।

এমএমআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img