16.1 C
New York

‘এ’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ৯১.০৪ শতাংশ

Published:

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতি ছিল ৯১ দশমিক ০৪ শতাংশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পছন্দক্রম দিয়েছিলেন ছয় হাজার ৪৪২ জন পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৮৬৫ জন। যা মোট আবেদনকারীর ৯১.০৪ শতাংশ।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়নি। উপস্থিতির হারও মোটামুটি সন্তোষজনক ছিল।

মুনজুরুল ইসলাম/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img