21.8 C
New York

নকলমুক্ত কামিল পরীক্ষা নিশ্চিতের আহ্বান ইআবি উপাচার্যের

Published:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে চলছে কামিল (স্নাতকোত্তর সমমান) পরীক্ষা। গত ৫ মে সারাদেশের ১৫০ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলবে ১৫ মে পর্যন্ত।

শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর দুটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। ঢাকা সরকারি মাদরাসায়ে আলিয়া ও মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

কামিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক আব্দুর রশীদ। তিনি সুশৃঙ্খল পরিবেশে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, কর্মমকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মাদরাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ধাপ কামিল। এ ধাপ সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে করে দেশ ও জাতির সেবায় তিনি নিজেকে নিয়োজিত করতে পারেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে একজন মাদরাসা শিক্ষার্থী হিসেবে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যোগ্য আলেম হিসেবে কিতাব অধ্যয়ন ও সমসাময়িক জ্ঞান চর্চা বাড়াতে হবে।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img