Home Sport News বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান

বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান

56
0
বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান

কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বিচারবিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী আমরা হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বিচার বিভাগীয় কমিটির জন্য দায়িত্ব দিয়েছি। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার, তারা তাদের দাবি দাওয়া নিয়ে যখন চাইবে তখনই বৈঠকে বসবেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। কোটা সংস্কার করতে চায় সরকার। কোটা আন্দোলনে সহিংসতার ঘটনা তদন্তে বিচারপতি দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনতে সরকার আহ্বান জানিয়েছে। আগামী রোববার আপিল বিভাগে শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

এদিকে, আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

এফএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here