Home Defence নমুনা সৃজনশীল প্রশ্ন – সমাজবিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ১ | এইচএসসি ২০২৪

নমুনা সৃজনশীল প্রশ্ন – সমাজবিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ১ | এইচএসসি ২০২৪

91
0
নমুনা সৃজনশীল প্রশ্ন – সমাজবিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ১ | এইচএসসি ২০২৪

রাজু ও রায়হান দুই ভাই। রাজু বুয়েট থেকে উচ্চশিক্ষা লাভ করে ঢাকা সানফ্লাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির বিএসসি ইঞ্জিনিয়ার। অপর দিকে রায়হান লেখাপড়া করতে পারেননি। তাঁর কোনো বাস্তব জ্ঞান না থাকায় তিনি মৌসুমি কাজ করে সংসার নির্বাহ করেন। 

প্রশ্ন

ক. পেশা বলতে কী বোঝো?

খ. পেশার সঙ্গে বৃত্তির মূল পার্থক্য ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত রায়হানের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত রাজু সাহেবের কাজটি কোন ধরনের? আমাদের দেশে রাজু সাহেবের কাজের যৌক্তিকতা ব্যখ্যা করো?

উত্তর

ক. পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্য অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করাকে বোঝায়।

খ. পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য বিদ্যমান। পেশার সঙ্গে বৃত্তির মূল পার্থক্য হলো পেশার ক্ষেত্রে একজন ব্যক্তি তাঁর মেধা দক্ষতা, নৈপুণ্য ও তত্ত্বনির্ভর জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে জীবিকা অর্জন করেন। কিন্তু বৃত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তির এসবের কোনো প্রয়োজন নেই। কায়িক শ্রম আর কাজে দক্ষতা থাকলেই যেকোনো ব্যক্তি যেকোনো বৃত্তি গ্রহণ করতে পারেন।

গ. উদ্দীপকে বর্ণিত রায়হানের কাজটিকে বৃত্তি বলা যায়। লোকজন সাধারণত জীবন ধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাকেই বৃত্তি বলা হয়। বৃত্তির জন্য কোনো সুনির্দিষ্ট জ্ঞান, বিশেষ প্রশিক্ষণ বা পেশাগত নৈপুণ্যের প্রয়োজন হয় না। প্রতিদিনের চলমান কাজই হলো বৃত্তি। যেমন কুলি-মজুর, ক্ষুদ্র ব্যবসা, দিনমজুর, রিকশাচালক প্রভৃতি। যেকোনো ব্যক্তি যেকোনো সময় বৃত্তি পরিবর্তন করে অন্য বৃত্তি গ্রহণ করতে পারেন। 

উদ্দীপকের রায়হান একজন শিক্ষাবঞ্চিত যুবক। কোনো বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান না থাকার কারণে তিনি মৌসুমি কাজ করে জীবিকা নির্বাহ করেন। অর্থাৎ তিনি যখন যে কাজ পান তা-ই করে অর্থনৈতিক প্রয়োজন পূরণ করেন। তাঁর কাজের জন্য কোনো বিশেষ জ্ঞান, দক্ষতা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই। তাই তাঁর কাজটিকে বৃত্তি বলাই যৌক্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here