Home Defence দুই স্বতন্ত্রের শক্ত চাপে আ.লীগের প্রার্থী

দুই স্বতন্ত্রের শক্ত চাপে আ.লীগের প্রার্থী

237
0
দুই স্বতন্ত্রের শক্ত চাপে আ.লীগের প্রার্থী

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনের নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর শক্ত চাপের মুখে পড়েছেন আওয়ামী লীগ প্রার্থী। নৌকার প্রার্থীকে জিততে হলে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন দলের একাংশের নেতা-কর্মী।

এ আসনে নৌকার প্রার্থী ২০২০ সালের উপনির্বাচনে জয়ী সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম। দুই স্বতন্ত্র প্রার্থী হলেন সদ্য পদত্যাগ করা সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহারিয়া খান এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার।

দলীয় নেতা-কর্মীরা বলেন, সংসদ সদস্য হওয়ার পর উম্মে কুলসুম তাঁর আত্মীয়স্বজনসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের প্রাধান্য দিয়েছেন। আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এ কারণে তাঁরা উম্মে কুলসুমের কাছ থেকে দূরে সরে গেছেন। তাঁকে ভোটে জিততে বেগ পেতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, এ উপজেলার বেশির ভাগ নেতা-কর্মী প্রকাশ্যে কিছু না বললেও তাঁরা গোপনে স্বতন্ত্র প্রার্থী মফিজুল হককে বিজয়ী করতে তাঁর পক্ষে কাজ করছেন। তিনি পরিচ্ছন্ন মানুষ। তাই দলের কর্মীরা তাঁকে বেছে নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক বলেন, ‘এলাকার মানুষ এখন উন্নয়ন চান। সংসদ সদস্যকে সব সময় পাশে চান। কিন্তু এখানকার সংসদ সদস্য উম্মে কুলসুম নির্বাচিত হওয়ার পর তেমন একটা এলাকায় আসেননি। মানুষের কল্যাণ করেননি। আশা করি জনবিচ্ছিন্ন কাউকে এলাকার মানুষ ভোট দেবেন না। দুই উপজেলার বেশির ভাগ নেতা-কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার পক্ষে কাজ করছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here