Home Sport News ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

105
0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়া এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের দখলে থাকা রাস্তা ফাঁকা করতে যৌথ টহল শুরু করেছে র‍্যাব, পুলিশ ও বিজিবি। টহল শুরুর কিছু সময়ের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দিনগত রাত সোয়া তিনটায় যান চলাচল শুরু হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম রোড থেকে আসা যানবাহনগুলো চলাচল করতে পারছে।

আরও পড়ুন

এদিকে পুলিশ, র্যাব ও বিজিবির টহল শেষে রায়েরবাগ, শনিরআখড়ায় আটকে থাকা অনেক যানবাহন যাত্রাবাড়ী আসতে পেরেছে। যাত্রাবাড়ী আড়তের উদ্দেশ্যে আসা অনেক গাড়ি দীর্ঘ সময় আটকা থাকার পর আড়তে ঢুকতে পেরেছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, সকাল থেকেই শুরু কোটাবিরোধী আন্দোলন। আন্দোলনকারীরা সকাল ১১টায় এখানে এসেছে, তখন থেকে আমরা শান্তিপূর্ণই ছিলাম। সন্ধ্যা ছয়টার পর তারা বেশ কয়েকটি গাড়িতে আক্রমণ করে। আমরাও পাল্টা আক্রমণে যাই। ছয়টা থেকে সাতটা পর্যন্ত কোটাবিরোধীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। কিন্তু পরবর্তীতে কোটাবিরোধীদের পাশাপাশি উৎসুক জনতা, জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দেয়। এমনকি নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরআখড়াসহ বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক রাস্তাটা দখল নেওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

আইএইচআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here