Home Sport News ছাত্রলীগকর্মী সবুজের মৃত্যুর ঘটনায় মামলা

ছাত্রলীগকর্মী সবুজের মৃত্যুর ঘটনায় মামলা

54
0
ছাত্রলীগকর্মী সবুজের মৃত্যুর ঘটনায় মামলা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকর্মী সবুজ আলী (২৬) ও দোকানি শাহজাহান আলী (২৪ নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলা দুটি বুধবার (১৭ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানায় করা হয়।

সবুজের মৃত্যুর ঘটনায় তার ভাই নুরনবী ও শাহজাহান আলীর মৃত্যুর ঘটনায় তার মা মোছা. আয়শা বেগম (৪৫) বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব মামলার দুই মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন।

সবুজের ভাই নুরনবী মামলার এজাহারে উল্লেখ করেন, আমার ভাই সবুজ আলী (২৬) ঢাকা কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করতো এবং ঢাকা কলেজের উত্তর ছাত্রবাসে বসবাস করতো। ১৭ জুলাই রাত ৩টায় খবর পাই কোটা বিরোধী আন্দোলনকারী দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৬ জুলাই বিকেল ৪টা ১৫ মিনিটে সবুজ অজ্ঞাতনামা কোটা বিরোধী আন্দোলনকারী কর্তৃক গুরুতর জখম হয়ে ঢাকা কলেজের সামনে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর পড়ে ছিল। উপস্থিত পথচারীরা তার চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ৫টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শাহজাহানের মা আয়শা মামলার এজাহারে উল্লেখ করেন, আমার ছেলে শাহজাহান আলী (২৪) মিরপুরের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করতো। প্রতিদিনের মতো ১৬ জুলাই সকাল আনুমানিক ৯টায় দোকানে কাজ করার জন্য আসে। সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে জানান শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলায় হাসপাতালে ভর্তি আছে। বাদী তাৎক্ষণিক হাসপাতালে এসে জানতে পারেন তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে তার ছেলের মৃতদেহ শনাক্ত করেন।

তিনি জানতে পারেন ১৬ জুলাই বিকল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা কোটা বিরোধীদের দ্বারা গুরুতর জখম হয়ে রাস্তার ওপর পড়ে ছিল। চলমান কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধীরা তার ছেলেকে আক্রমণ করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করে। যার ফলে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। উপস্থিত পথচারীর পপুলার হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেএ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here