Home Sport News ২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

55
0
২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

খুলনা মহানগরীর দৌলতপুরে মৃত্যুর ২৬ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে হুমায়ুন কবিরের মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার সকালে দেয়ানা উত্তরপাড়ার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল এবং দৌলতপুর থানা পুলিশের উপস্থিত ছিল।

নিহতের চাচাতো ভাই এস এম মঈনুল ইসলাম (মঈন) বলেন, আমার ভাইয়ের মৃত্যু নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয়। ৪ জুলাই রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন। ৫ জুলাই সকালে তার মরদেহ উদ্ধার হয়। পরবর্তীতে তার ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির মৃত্যুর দায় স্বীকার করে দৌলতপুর থানায় আত্মসমর্পণ করেন।

নিহত হুমায়ুনের বড় মেয়ে মরিয়ম বলেন, ময়নাতদন্তের জন্য বাবার লাশ মঙ্গলবার কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে বুধবার অথবা বৃহস্পতিবার তাকে আবার কবরস্থ করা হবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, নিহতের ছোট কন্যা বাবা হত্যার দায় স্বীকার করায় আদালতের নির্দেশে তাকে বাগেরহাটের কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, সুমাইয়া ১২ জুলাই দৌলতপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে বাবার মৃত্যুর জন্য নিজেই দায়ী বলে জানান। তিনি পুলিশকে বলেন, আমার বাবকে আমি মেরেছি। রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট দিয়ে এবং পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করি।

আলমগীর হান্নান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here