Home Defence বিশ্লেষণ: যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা বিরল, কিন্তু অভূতপূর্ব নয়

বিশ্লেষণ: যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা বিরল, কিন্তু অভূতপূর্ব নয়

72
0
বিশ্লেষণ: যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা বিরল, কিন্তু অভূতপূর্ব নয়

দ্বিতীয় আশঙ্কা হচ্ছে, এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে ট্রাম্প শিবির থেকে প্রশ্ন উঠবে কি না। এ ধরনের অপরাধের তদন্তের দায়িত্ব এফবিআইয়ের। প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস, পেনসিলভানিয়া অঙ্গরাজ্য ও বাটলার শহরের পুলিশের সাহায্য নিয়ে এফবিআই ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতেই এফবিআই সন্দেহভাজন আততায়ীয় নাম জানিয়েছে। কিন্তু অতীতে, বিশেষ করে ২০২২ সালের ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার মারা-লাগো বাসভবনে তল্লাশি চালানোর পর থেকে ট্রাম্প এবং তাঁর সমর্থকেরা এফবিআইকে ট্রাম্পের প্রতি বিরূপ মনোভাবাপন্ন বলে মনে করেন। ট্রাম্প একাধিকবার এফবিআইয়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এখন ট্রাম্পের শিবির থেকে এ বিষয়ে প্রশ্ন তুললে তা তদন্তের পথে বাধা না হলেও এ নিয়ে বিতর্কের সূচনা হবে, যার ফল ইতিবাচক হবে না।

এসব আশঙ্কা, উদ্বেগ, তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই আগামী মাসগুলো অতিবাহিত হবে বলে অনুমান করা যায়। কংগ্রেসে এ নিয়ে তদন্ত হবে যে সিক্রেট সার্ভিসের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ছিল কি না। ডেমোক্রেটিক পার্টি এবং জো বাইডেনের জন্য চ্যালেঞ্জ হবে, ট্রাম্প শিবির যদি একে রাজনীতির একটি বিষয়ে পরিণত করে, তাহলে সেটা মোকাবিলা করার যথাযথ কৌশল বের করা। আর যে প্রশ্নটা অচিরেই উঠবে তা হচ্ছে, কয়েক বছর ধরে ট্রাম্প, রিপাবলিকান পার্টি এবং উগ্র দক্ষিণপন্থীরা যে ভাষায় কথা বলেছে, যেভাবে সহিংসতাকে উসকে দিয়েছেন, তার সঙ্গে এ ঘটনার যোগসূত্র কতটা।

আলী রীয়াজ: ডিস্টিংগুইশড প্রফেসর, রাজনীতি ও সরকার বিভাগ, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here