Home Defence ১৫ ম্যাচ পরই ছাঁটাই ওয়েইন রুনি

১৫ ম্যাচ পরই ছাঁটাই ওয়েইন রুনি

383
0
১৫ ম্যাচ পরই ছাঁটাই ওয়েইন রুনি

মাত্র ১৫ ম্যাচ ও ৮৩ দিনেই কোচ ওয়েইন রুনিকে ছাঁটাই করল চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটি। গত বছরের ১১ অক্টোবর কোচ জন ইউসটাসকে বিদায় করে ৩৮ বছর বয়সী রুনিকে দায়িত্ব দেয় বার্মিংহাম। কিন্তু এই কিংবদন্তি ইংলিশ ফুটবলারও কোচ হিসেবে টিকতে পারলেন না ক্লাবটিতে। আজ এক বিবৃতিতে রুনির ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহাম।

বাজে পারফরম্যান্সের কারণে গত কদিন দিন ধরে রুনির ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই আজ সত্য হলো। রুনির ছাঁটাইয়ের ঘোষণায় বার্মিংহামের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্মিংহাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশা মতো ফল আসছিল না। যে কারণে বোর্ড ক্লাবের ভালোর জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

ছাঁটাই হওয়ার পর বিবৃতি দিয়েছেন রুনি নিজেও, ‘আমি টম ওয়েঙ্গার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’

এর আগে ইউসটাসকে বার্মিংহাম যখন ছাঁটাই করে তখন পয়েন্ট তালিকায় বার্মিংহামের অবস্থান ছিল ছয়ে। কিন্তু রুনি দায়িত্ব নেওয়ার পর একেবারেই ভালো করতে পারেনি ক্লাবটি। ফলে সোমবার লিডস ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হারের পর তারা নেমে যায় ২০ নম্বরে। রুনির অধীনে ১৫ ম্যাচের ৯টিতেই হেরেছে বার্মিংহাম। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এখন বিদায় নিতে হচ্ছে এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে। এর আগে ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টি এবং এমএলএসের ডিসি ইউনাইটেডের দায়িত্ব পালন করেন রুনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here