17.2 C
New York

১১০ শতাংশ দিয়ে অনুশীলন করেছেন তাসকিন

Published:

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই অর্ধেক কাজ করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের তোপ আর শেখ মাহদির ঘূর্ণিতে ৪১ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষমেশ সফরকারীরা ১২৪ রানের পুঁজি পেলেও দাপটের সঙ্গে তা টপকে ফেলে বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম হাঁকান ফিফটি (৪৭ বলে ৬৭)। আর ঝোড়ো ব্যাটিং করে ১৮ বলে ৩৩ রান তোলেন তাওহিদ হৃদয়।

তানজিদের ৬৭ রানের ছাপিয়ে এদিন ম্যাচসেরার পুরস্কার জেতেন ১৪ রানে ৩ উইকেট শিকার করা পেসার তাসকিন। বোলিংয়ের কারণেই বাংলাদেশের জয়টা সহজ হয়ে গেছে, যে কারণেই হয়তো তাসকিনের হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে রহস্য কী, ম্যাচ শেষে তাও জানিয়ে দিয়েছেন তাসকিন। ম্যাচসেরার পুরস্কার নিতে দেওয়া বক্তব্যে বাংলাদেশ পেসার জানিয়েছেন, সিরিজ শুরুর আগের অনুশীলন কতটা কাজে দিয়েছে পারফরম্যান্সের উন্নতিতে।

তাসকিন বলেন, ‘প্রথমে আমরা আজ একটি দুর্দান্ত জয় পেয়েছি এবং বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছি। আমরা মূল বিষয়গুলো ভালো করেছি। তাই আমরা পুরস্কার পেয়েছি। প্রত্যেকেই গত কয়েক সপ্তাহে সত্যিই কঠোর অনুশীলন করেছে এবং সেই ফলাফলগুলো পাচ্ছে।’

বোলাররা একে অপরকে সহায়তা করেছেন উল্লেখ করে তাসকিন আরও বলেন, ‘প্রত্যেকেই নিজেদের বোলিংয়ে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করেছে। ১১০ শতাংশ দিয়ে অনুশীলন করেছি। আমরা আজকে ভালো একটি ম্যাচ খেলেছি এবং ভবিষ্যতেও ভালো করার জন্য অপেক্ষা করছি।’

গতকালের ম্যাচে তাসকিন যে ৩ উইকেট নেন, তার মধ্যে আউট করেন জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ রান করা ক্লাইভ মাদান্দেকে ৩৯ বলে ৪৩)। এছাড়া শন উইলিয়ামস আর রায়ান বার্লকে গোল্ডেন ডাকে ফেরান ডানহাতি এই পেসার।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img