15.3 C
New York

হুইপকে ঘিরে নৌকার সমর্থকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

Published:

আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ৯৪২। ১০টি বুথে সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত ২ ঘণ্টায় ৫৬৭ জন ভোট দিয়েছেন। অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় প্রতি মিনিটে ভোট দেন পাঁচজন। পরের দুই ঘণ্টায় আরও দ্বিগুণ ভোট পড়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট দেন ১ হাজার ১৮৩ জন। প্রতি মিনিটে ১০ জন ভোট দেন।

সরেজমিন দেখা যায়, কেন্দ্রে গিয়ে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে কেন্দ্রে নৌকার সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তাঁরা যখন-তখন ঢুকে যাচ্ছিলেন বুথে।

আবু মাসুম চৌধুরী নামের এক সমর্থক ভোটারের সঙ্গে বুথে ঢুকে যাচ্ছিলেন বারবার। তিনি দাবি করেন, ভোটারদের সহযোগিতা করছিলেন তিনি।

জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, কারা বুথে ঢুকছেন, তিনি তা জানেন না। তবে হুইপ আসার পর যে সমস্যা হয়েছে, সেটি তিনি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন।

পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম-১২ আসন। ভোটার ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৯ জন। তবে শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর মধ্যে।

পুলিশ সূত্র জানায়, ১০৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে অন্তত ৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর এ আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সমর্থকদের ওপর অন্তত ২২ বার হামলা হয় বলে অভিযোগ ওঠে। সামশুল হক চৌধুরী এসব ঘটনায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেন। দুই প্রার্থীই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্‌গার করেছিলেন।

Related articles

Recent articles

spot_img