15.8 C
New York

হাবিবার অভিষেক ১৪ বছর বয়সে, আশা নামছেন ৩৩ পেরিয়ে

Published:

অন্যদিকে আশার আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ৩৩ বছর ৫১ দিন বয়সে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল সীমা পূজারের। ২০০৮ সালে সিডনিতে ৩২ বছর ৫০ দিন বয়সে অভিষেক হয়েছিল পেসার সীমার।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ডটি চমকে ওঠার মতোই। সে রেকর্ড আবার হয়েছে কিছুদিন আগেই। গত মাসে এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের দিন জিব্রাল্টারের সালি বার্টনের বয়স ছিল ৬৬ বছর ৩৪৯ দিন!

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পামেলা লেভিন সবচেয়ে বেশি বয়সে অভিষেকের তালিকায় সবার ওপরে। ২০০৯ সালে টন্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বছর ৯১ দিন বয়সে অভিষেক হয়েছিল এ অলরাউন্ডারের।

সিলেটে আজ টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজ হেরে বসা স্বাগতিকেরা আজ দলে এনেছে তিনটি পরিবর্তন। হাবিবা ছাড়াও একাদশে আছেন স্বর্ণা আক্তার ও রুবাইয়া হায়দার। তাঁদের জায়গা করে দিয়েছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও ফারিহা ইসলাম।

অন্যদিকে ভারত দলে এসেছে দুটি পরিবর্তন। আশার অভিষেকের দিনে দলে ফিরেছেন তিতাস সাধু। তাঁরা খেলছেন রেনুকা সিং ঠাকুর ও শ্রেয়াঙ্কা পাতিলের জায়গায়।

Related articles

Recent articles

spot_img