Home Sport News হল ছেড়ে রাস্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

হল ছেড়ে রাস্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

51
0
হল ছেড়ে রাস্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে অযৌক্তিক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘অবমাননা করা হয়েছে’ দাবি করে মাঝ রাতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। তারা প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (১৪ জুলাই) দিনগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হল থেকে প্রথমে এ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় ছাত্রী হলগুলোতেও বিক্ষোভ করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে- রাজাকার রাজাকার’, ‘অলিতে গলিতে রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’, ‘রাজপথে পুলিশ কেন, জবাব চাই জবাব চাই’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে থেকে মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। উপাচার্য ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরেও বিক্ষোভ মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অধিদের চাইতে গিয়ে তাদের ‘রাজাকার’ বানিয়ে দেওয়া হলো। বাংলাদেশে কি ৯৯ শতাংশ মানুষ রাজাকার। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে তাদের আন্দোলন এবং তাদের অবমাননা করা হয়েছে।

এক শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সন্তানদের ছাড়া সবাইকে ‘রাজাকার’ বলা হয়েছে। আমি কীভাবে রাজাকার হই। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

শাওন খান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here