15.4 C
New York

স্বতন্ত্র প্রার্থীদের কাছে ৩ সংসদ সদস্য ধরাশায়ী

Published:

দলীয় নেতারা বলছেন, হাসানুল টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য থাকায় তাঁর দলের কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। দল কিংবা শরিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতেন না। এতে আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসানুল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে ইনু পেয়েছিলেন ২ লাখ ৮০ হাজার ৬৩৬ ভোট।

জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘আওয়ামী লীগই কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীককে হারিয়েছে, এটা মানতে হবে। আওয়ামী লীগের কারণেই জোটের প্রার্থীর হার হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা হয়তো ভোটে কিছু কারচুপি করেছেন।’

আর মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম বলেন, জাসদের নেতা-কর্মীরা নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু শরিক দলের নেতা-কর্মী, এমনকি জনগণের সঙ্গেও সম্পৃক্ত থাকেননি। এবার সেটার দাঁতভাঙা জবাব পেয়েছেন তাঁরা।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আ ক ম সরওয়ার জাহান। তিনি বর্তমান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তবে একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি এলাকায় তেমন থাকতেন না। সংসদ সদস্য হওয়ার পর এলাকামুখী হন। এলাকায় থাকলেও বেশির ভাগ নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কম। তিনি এলাকায় নিজস্ব একটা বলয় তৈরি করেছিলেন। নানা কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে যান। এবারের নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েছেন সরওয়ার।

Related articles

Recent articles

spot_img