Home Defence স্বতন্ত্রে ঝুঁকছে আওয়ামী লীগের একাংশ, অস্বস্তিতে নৌকার সমর্থকেরা

স্বতন্ত্রে ঝুঁকছে আওয়ামী লীগের একাংশ, অস্বস্তিতে নৌকার সমর্থকেরা

264
0
স্বতন্ত্রে ঝুঁকছে আওয়ামী লীগের একাংশ, অস্বস্তিতে নৌকার সমর্থকেরা

এদিকে আবদুল মতিন ও আমিনুল ইসলামের সঙ্গে দূরত্ব ছিল মঞ্জুরুল আলমেরও। কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের উদ্যোগে মঞ্জুরুল আলমের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলর আবদুল মতিন ও আমিনুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলালও উপস্থিত ছিলেন। মঞ্জুরুল আলমের সঙ্গে আলোচিত এ বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মঞ্জুরুল আলম নৌকার প্রার্থী রাগেবুল আহসানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পদেও আছেন।

জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, গত ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে নৌকার পক্ষে এক হয়ে কাজ করেছিলেন। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাগেবুল আহসান কথা রাখেননি। তাঁর কারণে ব্যবসা-বাণিজ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। বাধ্য হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন। আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক জেতাতে নির্বাচনী কৌশল হিসেবে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে মঞ্জুরুল আলমের সঙ্গে আমরা বৈঠক করেছি। সব দ্বন্দ্ব ভুলে আমরা একসঙ্গে থাকব বলে ওয়াদা করেছি। তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, সে কারণে প্রকাশ্য হয়তো নৌকার বিপক্ষে কাজ করতে পারবেন না। কিন্তু আবদুল মান্নানও শহর আওয়ামী লীগের সাবেক নেতা। মঞ্জুরুল আলম প্রকাশ্যে ট্রাকের পক্ষে কাজ না করলেও তাঁর সমর্থকেরা এখন ট্রাকের পক্ষে কাজ করছেন।’
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ফোন ধরেননি।

এমন অবস্থায় রাগেবুল নৌকার প্রচারণায় জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের পাশে পাচ্ছেন না। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, কিছুটা সমন্বয়হীনভাবে নৌকার প্রচারণা চলছে এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠন নিজেদের মতো করে নৌকার প্রচার–প্রচারণা চালাচ্ছে। মঞ্জুরুল আলমের বিষয়ে এই নেতা বলেন, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ওই বৈঠক নির্বাচনী কোনো সভা ছিল না বলে মঞ্জুরুল আলম জানিয়েছেন। ওই বৈঠক ছিল কার্যত পরিবহন ব্যবসা নিয়ে। এরপরও নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে বৈঠক করায় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। মঞ্জুরুল আলম এখন পর্যন্ত সেই বিভ্রান্তি নিরসনে দলীয় সভায় স্পষ্ট করে কোনো বক্তব্য দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here