12.8 C
New York

‘সিনপাট’–এ আমার অভিনেতা একজন ‘ডাকাত’

Published:

সিরিজে কাজ করার ব্যাপারে রাজি হওয়ার পর তাঁর মামলার জামিনের ব্যবস্থা করতে আমরা তাঁকে নিয়ে নির্ধারিত উকিলের কাছে যাই। উকিল শুনে বলেন, ‘কোন সোহেল? সোহেল শেখ? আরে তাঁর মতো মহৎ মানুষ হয় না! তিনি তো কোনো দিন পায়ে হেঁটে আদালতে আসেন না। পুলিশ তাঁকে গাড়িতে করে নিয়ে আসেন।’ উকিল বলেন, ‘তার কোনো মামলা আমি আর নিব না। আপনি কে হন।’

আমাদের লোক বলেছে, তিনি সোহেলের ভাই। তখন উকিল বলেছেন, সোহেলের ভাই-বোন কে কোথায় থাকেন, সব তিনি জানেন। আতাইকুলায় কোন বোন থাকেন, তা–ও তিনি জানেন। ‘ওসব বলে কাজ হবে না। আমি সোহেলের কোনো কেস নিব না।’

কেন নেবেন না, বারবার জানার জন্য অনুরোধ করা হলে উকিল বলেন, ‘আমরা একবার সিদ্ধান্ত নিয়েছিলাম সোহেল ভেতরে থাকলেই ভালো। বাইরে বের হলেই পুলিশ ওকে ধরে নিয়ে আসবে। মামলা দেবে। তার চেয়ে ভেতরে থাকাই ভালো। এরই মধ্যে হয়েছে কী জেলে জজ গিয়েছেন, কারও কোনো সমস্যা আছে কি না বন্দীদের কাছ থেকে জানতে চেয়েছেন। ওদের তো আগে থেকে শিখিয়ে রাখা হয়, কেউ কোনো সমস্যার কথা বলে না। কিন্তু সোহেল হাত তুলেছেন। কী সমস্যা জজ জানতে চেয়েছেন। সোহেল বলেছেন, আমার উকিল আর ভাইবোন মিলে আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমাকে জেলখানার ভরে রেখেছেন। তাঁরা আমার জামিন করান না। উকিল সাহেব বলেন, জজ বের হয়ে এসেই আমার সেরেস্তায় পিয়ন পাঠিয়ে দিলেন। আমি তখন ভাত খাচ্ছিলাম। ভাত হাতে করেই ছুটলাম। গিয়ে শুনি এই অভিযোগ। বাধ্য হয়ে আমি তাঁর মামলা ছেড়ে দিই। জজ সাহেব সরকারি উকিল দিয়ে তাঁর জামিন করান।’

Related articles

Recent articles

spot_img