Home Sport News সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

51
0
সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

আগের চার সাক্ষাতেই ভুটানের বিপক্ষে সহজে জিতেছে বাংলাদেশের মেয়েরা। অথচ সেই ভুটান আজ (বুধবার) ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১৩ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে চমকে দিয়েছিল দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। তাহলে কি ঘরের মাঠে বাংলাদেশকে বিশাল চ্যালেঞ্জে ফেলে দিলো ভুটানের মেয়েরা? প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে সেই ভয়ই ধরিয়ে দিয়েছিল গত সাফের সেমিফাইনালে বাংলাদেশের কাছে ৮ গোলে হারা দলটি।

শক্তিতে বাংলাদেশ কতটা এগিয়ে সেটা প্রমান করতে সাবিনা-সাগরিকারা যেন বেছে নিয়েছিলেন ম্যাচের দ্বিতীয়ার্ধকে। ১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ মাঠ ছেড়েছে ৫-১ ব্যবধানের জয় নিয়ে। বড় জয়ে ২ প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গোলে ১-০ ব্যবধানে। পরের ম্যাচ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ২৭ জুলাই।

সাবিনা খাতুন বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তি। বয়সের কারণে পারফরম্যান্সে ভাটা পরলেও নিজেকে ঠিকই প্রমান করেছেন গোল করে। দলের লিড এসেছিল তাঁর গোলেই। তবে এ ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রাইকার সাগরিকার। তিনি করেছেন হ্যাটট্রিক। অন্য গোলটি করেছেন ঋতুপর্না চাকমা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ম্যাচে ফিরতে মাত্র চার মিনিট সময় নিয়েছে বাংলাদেশ। ৪৯ মিনিটে সাগরিকার গোলের পর বাকি সময়ের সব গল্পই লিখেছেন বাংলাদেশের মেয়েরা। ৫৩ মিনিটে লিড এনে দিয়েছিলেন সাবিনা খাতুন।২ মিনিট পর ব্যবধান ২-১ করেন ঋতুপর্না চাকমা। বাকি দুই গোল করেন সাগরিকা ৭৬ মিনিটে ও ইনজুরি সময়ে।

জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর এটি ইংলিশ কোচ পিটার বাটলারের তৃতীয় ম্যাচে প্রথম জয়। ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিল তাঁর দল।

আরআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here