13.3 C
New York

সবচেয়ে বেশি আয় ডাক্তার পরিবারে

Published:

বর্তমানে দেশে প্রতি পরিবারে গড় সদস্য সংখ্যা ৪ দশমিক ২৬। সেই হিসাবে, একটি চিকিৎসক পরিবারের মাসিক আয় দাঁড়ায় ১ লাখ ৯৯ হাজার ৯৫৫ টাকা থেকে ২ লাখ ৬ হাজার ৫৪১ টাকা। সারা দেশে বর্তমানে এক লাখের মতো চিকিৎসক আছেন, যাঁদের বেশির ভাগই শহর অঞ্চলে বাস করেন।

এবার দেখা যাক, প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারদের পরিবারে আয় কেমন। যেসব পরিবারের প্রধান একজন পুরুষ প্রকৌশলী, সেসব পরিবারের সদস্যদের মাসিক গড় আয় ৪৩ হাজার ৪৩৯ টাকা। সেই হিসাবে প্রতি মাসে একটি প্রকৌশলী পরিবারের গড় আয় ১ লাখ ৮৫ হাজার ৫০ টাকা। তবে পরিবারের প্রধান নারী এবং পেশায় প্রকৌশলী-এমন পরিবারের আয়ের হিসাব দেয়নি বিবিএস।

তবে বিবিএস বলেছে, এই জরিপটিতে ডাক্তার ও প্রকৌশলীদের নমুনাসংখ্যা কম। তাই আয়ের এই হিসাব পরিসংখ্যানগতভাবে খুব বেশি উল্লেখযোগ্য নয়। খানা আয়-ব্যয়ের জরিপটি চূড়ান্ত করে বিবিএস সম্প্রতি তা প্রকাশ করেছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, ডাক্তারদের আয়ের অনেক সুযোগ থাকে। তাঁরা চাকরির পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে রোগী দেখে থাকেন। এতে তাঁদের আয় অনেক বেড়ে যায়।

তবে ডাক্তারদের মধ্যে বেকারত্বের হারও বেশি বলে জানান সেলিম রায়হান। তিনি বলেন, ডাক্তাররা পাস করার পর কয়েক বছর তেমন একটা আয় করতে পারেন না। অভিজ্ঞ হওয়ার পর সাধারণত তাঁদের আয় বাড়ে। একইভাবে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রকৌশলীরাও বেশি আয় করেন।

Related articles

Recent articles

spot_img