Home Defence সঞ্চয় ও বিনিয়োগ – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

সঞ্চয় ও বিনিয়োগ – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

58
0
সঞ্চয় ও বিনিয়োগ – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

[এর আগের প্রকাশিত লেখা]

৩৬. ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেওয়া হয় তাকে কী বলে?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ 

গ. মজুত ঘ. মূলধন

৩৭. ‘S = Y-C’ এটি কিসের সূত্র?

ক. সঞ্চয়ের খ. বিনিয়োগের 

গ. আয়ের ঘ. জোগানের

৩৮. ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কী করি?

ক. সঞ্চয় খ. ব্যয় 

গ. বিনিয়োগ  ঘ. ভোগ

৩৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. মূলধন খ. সঞ্চয় 

গ. বিনিয়োগ ঘ. মুনাফা

৪০. বিনিয়োগের ভিত্তি কী?

ক. সঞ্চয় খ. উৎপাদন 

গ. আয় ঘ. মুনাফা

৪১. কীভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়?

ক. আয়ের মাধ্যমে 

খ. সঞ্চয়ের মাধ্যমে 

গ. বিনিয়োগের মাধ্যমে 

ঘ. মূলধনের মাধ্যমে

৪২. কোন উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে?

ক. ভূমি খ. শ্রম 

গ. মূলধন ঘ. সংগঠন

৪৩. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক?

ক. সঞ্চয় বাড়লে বিনিয়োগ কমে 

খ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ স্থির হয়

  গ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে 

ঘ. সঞ্চয় কমলে বিনিয়োগ বাড়ে

৪৪. ব্যক্তির সঞ্চয় নির্ভর করে—

i. দূরদৃষ্টির ওপর 

ii. সুদের হারের ওপর 

iii. সামাজিক নিরাপত্তার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. অর্থনৈতিক কার্যাবলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে  

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৪৬. মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা কী?

ক. অর্থ উপার্জন খ. অভাব পূরণ 

গ. সম্পদ আহরণ ঘ. জীবিকা নির্বাহ

৪৭. বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি সবচেয়ে বড়?

ক. শিল্প খাত খ. কৃষি খাত 

গ. সেবা খাত ঘ. মৎস্য খাত

৪৮. বাংলাদেশের আয়ে কোন খাতের অবদান ক্রমশ কমছে?

ক. কৃষি খ. শিল্প 

গ. সেবা ঘ. খনিজ ও খনন

৪৯. বাংলাদেশের মোট জনশক্তির প্রায় শতকরা কত ভাগ শ্রমিক কৃষিতে নিয়োজিত?

ক. ৪০ ভাগ খ. ৫০ ভাগ 

গ. ৬০ ভাগ ঘ. ৭০ ভাগ

৫০. অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ—

i. অভাব পূরণ করে 

ii. অর্থ উপার্জন করে 

iii. জীবনধারণের জন্য ব্যয় করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. কৃষিবহির্ভূত অর্থনৈতিক কাজ হলো—

i. পোশাকশিল্পের কাজ 

ii. হাঁস–মুরগি প্রতিপালন 

iii. ডাক্তারি পেশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে অর্থনীতিতে কী বলে?

ক. দ্রব্য খ. সম্পদ 

গ. সেবা ঘ. উৎপাদন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. গ ৪০. ক ৪১. গ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. ক ৪৬. খ ৪৭. খ ৪৮. ক ৪৯. খ ৫০. ঘ ৫১. খ ৫২. খ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here