23.1 C
New York

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৪

Published:

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পরের জন্ম হয়তো বাংলাতেই হবে: মোদী

পশ্চিমবঙ্গর মালদহে নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও ভালোবাসা দেখে আমি আবেগ আপ্লুত। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয়, আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। পরের জন্মেও আমি বাংলার কোনো মায়ের কোলে জন্ম নেবো। নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না।

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় দফার ভোটগ্রহণ

দ্বিতীয় দফায় রাজ্যের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে নির্বাচন হলো। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন দুপুর ৩টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৫৯.৫৩ শতাংশ, রায়গঞ্জে ৬০.২০ শতাংশ ও দার্জিলিংয়ে ৬১.৯৭ শতাংশ ভোট পড়ে। মোটের উপর পশ্চিমবঙ্গের এই তিন আসনে দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়ে ৬০.৬০ শতাংশ।

ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় সারা দেশে মোট ৮৯টি আসনে ভোট চলছে। এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। শুক্রবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট রয়েছে। রাজ্যটির রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া ভোট হচ্ছে আসাম, বিহার, ছত্তীসগঢ়, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও মহারাষ্ট্রে।

প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্র-চীনের উচিত অংশীদার হওয়া: জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনা প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনকে একে অপরের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। দুই দেশের মধ্যে এমন অনেক সমস্যা রয়েছে, যা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাধান করতে হবে। শুক্রবার (২৬ এপ্রিল) বেইজিংয়ে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলেছে। ক্রমেই শিক্ষার্থীদের এ বিক্ষোভ জোরালো ও সহিংস হয়ে উঠছে। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মার্কিন প্রশাসনের ওপর চাপ তৈরি করছে।

ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার থেকে দায়মুক্তি পাবেন কি না এবং এমন সুযোগ থাকলে তার অর্থ আসলে কী দাঁড়ায় এ বিষয়ে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর জবাবই নির্ধারণ করবে ২০২০ সালের নির্বাচকে নস্যাৎ করার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি হবেন কি না।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খানকে নির্দেশ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিচারবিভাগের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। তাছাড়া তার রাজনৈতিক বা উত্তেজনা তৈরি করে এমন মন্তব্যকে গুরুত্ব না দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যায্য বিচার চেয়ে একটি আবেদন নিষ্পত্তি করার সময় বিচারক রানা নাসির জাভেদ এই আদেশ দেন।

গাজায় গণকবর: প্রায় ৪০০ মরদেহ উদ্ধার

গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহর মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯০ ডলার হয়েছে।

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধস, নিহত ১৫৫

আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের প্রণাহানি হয়েছে। আহত হয়েছেন ২৩৬ জন। তানজানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img