10.5 C
New York

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কম্প্রেসর কিনতে চুক্তি

Published:

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ এবং স্থাপনে চুক্তি সই হয়েছে।

‘শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় হোটেলে বাপেক্স ও এসসি ইউরো গ্যাস সিস্টেমস এসআরএল, রোমানিয়ার মধ্যে চুক্তি হয়।

সেখানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও এসসি ইউরো গ্যাস সিস্টেমসের প্রতিনিধিসহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কমপ্রেসর সংগ্রহ ও স্থাপন প্রকল্পটি গ্রহণ করেছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়। এতে ব্যয় হবে ১৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।

তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ এবং স্থাপনকাজ সম্পন্নের ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাস কূপগুলো থেকে দৈনিক সর্বাধিক পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img