অন্য এলাকার কারখানার চিত্র
ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল পলিমার গ্রুপের চামড়াবিহীন জুতা ও প্লাস্টিক পণ্যের কারখানা গতকাল চালু হয়েছে। তবে কাঁচামালের অভাবে প্লাস্টিক পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে আমাদের শতাধিক কনটেইনার কাঁচামাল আটকে আছে। কাঁচামাল না এলে ভালুকার জুতার কারখানার উৎপাদন চার-পাঁচ দিনের বেশি সচল রাখা যাবে না। অন্যদিকে কাঁচামালের অভাবে টঙ্গীর প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানা মাত্র ১৫ শতাংশ উৎপাদন সক্ষমতায় চালাতে হচ্ছে।
এদিকে ভালুকায় স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ক্রাউন ওয়্যারস নামের কারখানাটি গতকাল সীমিত আকারে চালু করতে চেয়েছিল। তবে স্থানীয় প্রশাসন অনুমতি না দেওয়ায় তারা উৎপাদন শুরু করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘আমরা গাজীপুরের কারখানা চালু করার বিষয়ে প্রশাসন থেকে অনুমতি পাইনি। ভালুকাতে আমরা ৩০-৪০ শতাংশ সক্ষমতায় কারখানা চালু করতে চেয়েছিলাম। তবে স্থানীয় প্রশাসন কারখানা না খুলতে পরামর্শ দিলে আমরা সিদ্ধান্ত বদলাই।’
এ বিষয়ে ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী নূর খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা অ্যাপারেলস ও প্লামি ফ্যাশনস গতকাল সীমিত আকারে নিটিং ও ডাইং ইউনিট চালু করেছে। এ ছাড়া জেলার রূপগঞ্জের ইন্টিমেড স্পিনিং, নান্নু স্পিনিং ও ভাই ভাই স্পিনিং মিল সীমিত আকারে সুতা উৎপাদন করছে। যদিও গাজীপুরের চন্দ্রা মোড়ের টাওয়েল টেক্সের মতো অনেক কারখানা উৎপাদন শুরু করতে প্রশাসনের অনুমতি পায়নি।