10.5 C
New York

লিগ ট্রফিতে এক হাত রেখে ট্রেবলে তাকিয়ে এনরিকে

Published:

অবনমনের শঙ্কায় থাকা আরেক ক্লাব লা আভরের বিপক্ষে শনিবার রাতে জিতলেই প্রথম ক্লাব হিসেবে ১২ বার ফরাসি লিগ জয়ের উৎসব করতে পারবেন এমবাপ্পে-মার্কিনিওস-দোন্নারুম্মারা। এমনকি ড্র করলেও গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হবে। কারণ, এরপর পিএসজি নিজেদের বাকি ম্যাচগুলো হারলে এবং মোনাকো বাকি ম্যাচগুলো জিতলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৭০। কিন্তু পিএসজির সঙ্গে মোনাকোর গোল পার্থক্য ২৯! লিগ আঁ-এর মতো শীর্ষ স্তরের ফুটবলে মাত্র ৪ ম্যাচে ২৯ গোলের ব্যবধান ঘোচানো যে এককথায় ‘অসম্ভব’, তা তো সবারই জানা।

ইউরোপের ক্লাবগুলোর মধ্যে এবারের মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সুযোগ আছে শুধু পিএসজিরই। লিগ আঁ ট্রফি থেকে নিশ্বাস দূরত্বে থাকা ক্লাবটি ফরাসি কাপের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠে গেছে। ফরাসি কাপের ফাইনাল হতে এখনো এক মাস বাকি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আগামী বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে হবে।

ম্যাচটা ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে হওয়ায় পিএসজিকে যে কঠিন পরীক্ষা দিতে হবে, তা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন কোচ এনরিকে। এ কারণেই কাল লোরিয়াঁর বিপক্ষে অধিনায়ক মার্কিনিওস, আশরাফ হাকিমি, ব্রাডলি বারকোলা, ওয়ারেন জাইরে-এমেরিদের মতো একাদশের নিয়মিত মুখদের বিশ্রামে রেখেছিলেন।

দলের একাধিক প্রথম সারির ফুটবলারকে বসিয়ে রেখেও দাপুটে জয় তুলে নেওয়ার তৃপ্তি ঝরেছে এনরিকের কণ্ঠে। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা আমাদের কাজটা করে রাখলাম। আমরা এই ম্যাচ নিয়ে সিরিয়াস ছিলাম। দলে অনেক পরিবর্তন এনেও ৩ পয়েন্ট তুলে নিতে পেরেছি।’

লিগ আঁ শিরোপা জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ালেও এখনই নিজেদের চ্যাম্পিয়ন মনে করছেন না এনরিকে, ‘যতক্ষণ পর্যন্ত না স্কুলের গণ্ডি টপকাতে না পারছি, আমরা চূড়ান্ত গ্রেড পেতে পারি না। মাঠে যা হচ্ছে, সবই রোমাঞ্চকর লাগছে। আমরা (শিরোপার) খুব কাছাকাছি আছি। কিন্তু মৌসুম শেষ হতে এখনো এক মাস বাকি। এ সময়ে আমাদের অন্য কাজগুলোও সম্পন্ন করতে হবে।’

আগামী ১ জুন ঐতিহাসিক ওয়েম্বলিতে হবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এনরিকের লক্ষ্য যে ট্রেবল জয়, সেটা তাঁর কথাতেই ফুটে উঠেছে, ‘এখনো ৭ থেকে ৮টি ম্যাচ বাকি। ৮ ম্যাচ পর্যন্ত যেতে হলে (খেলার প্রতি) আমাদের মনোযোগ ধরে রাখতে হবে।’

Related articles

Recent articles

spot_img