21.8 C
New York

লাশ সংরক্ষণ আইন ও কবরে চুরি ঠেকাতে রিট শুনানি আজ

Published:

কবর থেকে লাশ চুরি ঠেকাতে এবং কবর দেওয়া লাশ সংরক্ষণে আইন তৈরির নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য তালিকায় এক নম্বরে রয়েছে।

এর আগে কবর থেকে লাশ চুরি ঠেকানো ও কবরস্থানে লাশ সংরক্ষণের জন্য আইন তৈরির নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গত ১৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া এ রিট আবেদন করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা, সিলেট সিটি করপোরেশন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি); ঢাকা, রাজশাহী ও সিলেট মহানগর পুলিশের কমিশনার, কুমিল্লার বিভাগীয় পুলিশ কমিশনারসহ ২৫ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া জানান, গত ১৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে রিট আবেদনটি শুনানির জন্য অনুমতি নিয়েছেন।

তিনি বলেন, এখন প্রায়ই কবর থেকে কঙ্কাল ও লাশ চুরির ঘটনার খবর আসে। তাই কবর থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধ ও লাশ সংরক্ষণের আইন তৈরির নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছি।

এফএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img