10.7 C
New York

রেলক্রসিংয়ে বিকল ট্রেন, যানজটে নাকাল যাত্রী-পথচারী

Published:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে বারৈয়ারহাট-রামগড় সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রীরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের সময় বারইয়ারহাট রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পরে ট্রেনে থাকা লোকো মাস্টারের দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন মেরামত করা হয়।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা (ট্রেন নম্বর ৯৭২) তেলের ট্যাঙ্কারটি বারইয়ারহাট বাজারে পৌঁছালে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এ সময় ট্রেন বন্ধ হয়ে গেলে বারইয়ারহাট-রামগড় সড়কের দুই পাশে দীর্ঘ দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে ১ ঘণ্টার চেষ্টায় তা সচল হয়।

খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শান্তি পরিবহনের যাত্রী রায়হান হোসেন জানান, এমনিতে তীব্র গরমে অতিষ্ঠ, তার মধ্যে ট্রেন বিকল হয়ে পড়ায় আমরা বিপাকে পড়েছি। এখানে প্রায় ৪০ মিনিট বাস দাঁড়িয়ে আছে। গরম সহ্য না করতে পারায় বাচ্চা নিয়ে খুবই নাজুক অবস্থায় পড়েছি।

রেলক্রসিংয়ে বিকল ট্রেন, যানজটে নাকাল যাত্রী-পথচারী

বালু ভর্তি ট্রাক নিয়ে রামগড় থেকে ছেড়ে আসা ট্রাকচালক রুস্তম মিয়া জানান, প্রায় এক ঘণ্টা এই জ্যামে আটকা পড়েছি। আমরা চুক্তিতে গাড়ি চালাই, এখানে জ্যামে পড়ে থাকায় আমার একটি ট্রিপ কমে গেলো।

কলেজ শিক্ষার্থী ফরিদ আহমেদ বলেন, আমার অনার্স ৩য় বর্ষের পরীক্ষা চলছে। সময় হিসাব করে বাসা থেকে বের হয়েছি। কিন্তু ট্রেনটি এমন স্থানে বিকল হয়েছে বিকল্প পথও নেই বের হওয়ার।

পূর্বাঞ্চল রেলওয়ের চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুর ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ট্রেনটি বারইয়ারহাট বাজার এলাকায় সকাল ৯টা ৫০ মিনিটে থেমে যায়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে তেল নিয়ে যাচ্ছিল৷ এ সময় ট্রেনে থাকা লোকো মাস্টারের দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় তা মেরামত করা হয়। পরে ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img