10.7 C
New York

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে হার পাকিস্তানের

Published:

শেষ ওভারে দরকার ১৮ রান। তীরে প্রায় চলেই এসেছিল পাকিস্তান। শেষ বলে জয়ের জন্য লাগতো একটি ছক্কা। তবে খেলা জমিয়ে তুলেও শেষ রক্ষা করতে পারলেন না অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরা ইমাদ ওয়াসিম।

লাহোরে রুদ্ধশ্বাস চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরে গেছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৭৯ রানের। অধিনায়ক বাবর আজম (৪ বলে ৫), উসমান খান (১১ বলে ১৬), শাদাব খান (৮ বলে ৭) ব্যর্থ হলেও সিরিজে প্রথমবার খেলতে নামা ফখর জামানের ব্যাটে আশা দেখছিল পাকিস্তান।

তিনিই ১৮তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে খেলা টেনে নিয়ে যান। কিন্তু ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ফখর ৬১ করে ফেরার পর নিউজিল্যান্ডের দিকে হেলে যায় ম্যাচ। মাঝে ইফতিখার ২০ বলে ২৩ রানের ধীর এক ইনিংস খেলে দলের বিপদ বাড়ান।

শেষদিকে চেষ্টা করেছিলেন ইমাদ ওয়াসিম। কিন্তু ১১ বলে ২২ করা ইমাদ ছ্ক্কা দরকার লাগা জিমি নিশামের ইনিংসের শেষ বলটায় এক রানের বেশি নিতে পারেননি।

নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রকি ২৭ রানে ৩টি আর বেন সিয়ার্স সমান রানে নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার টিম রবিনসনের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।

রবিনসন ৩৬ বলে ৫১ রান করেন ৪ বাউন্ডারি আর ২ ছক্কায়। টম ব্লান্ডেল ১৫ বলে ২৮ আর ডিন ফক্সক্রফট ২৬ বলে করেন ৩৪ রান। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। মোহাম্মদ আমির ১ উইকেট নিতে খরচ করেন ৩২। ইমাদ ওয়াসিম ৪ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এমএমআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img