15.9 C
New York

রাস্তার ইট তুলে নেওয়ার চেষ্টা

Published:

সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে তোলা ইটগুলো দুই পাশে পড়ে আছে। ওই সড়ক থেকে ৪০০ মিটার দূরে ইউপি সদস্য মামুন শিকদারের বাড়ি। ওই সড়কের পাশেই কৃষিকাজে লিপ্ত থাকা সরাফত আলী নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে এ সড়কে ইট বিছানো হয়েছে। ওই সময় চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত হয়ে সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। মঙ্গলবার দেখলাম দুজন শ্রমিক ওই ইটগুলো তুলে ফেলছেন। এলাকার কয়েকজন যুবক এসে ভিডিও করায় ইটগুলো কেউ সরিয়ে নিতে পারেনি।’

এ প্রসঙ্গে ইউপি সদস্য মামুন শিকদার প্রথম আলোকে বলেন, ‘এটা আমার বাড়ির রাস্তা। প্রকল্পটি এখনো পাস হয়নি। ২৩ ডিসেম্বর আমার নিজের টাকা দিয়ে তিন হাজার ইট ও বালু কিনে এনে সড়কটি করেছিলাম। কিন্তু পিআইও সাহেব পরিদর্শনে এসে কাজটি ভালো হয়নি বলে অভিযোগ করেন। এদিকে আমাদের গ্রামের একজন মাটি ব্যবসায়ী তিনি ওই সড়ক দিয়ে ১০০ ট্রাক মাটি নেবেন বলে জানান। এ কারণে সড়কটি যাতে নষ্ট না হয়, এ জন্য আমি ইটগুলো তুলে ফেলেছি। মাটি নেওয়ার পর ওই ব্যবসায়ী আবার সড়কটি নতুন করে ভালোভাবে নির্মাণ করে দেবেন।’

কচুয়া গ্রামের মাটি ব্যবসায়ী নেওয়াজ আলী বলেন, ‘ওই সড়ক দিয়ে আমার কিছু মাটি নেওয়া দরকার। ইউপি সদস্যের অনুমতি নিয়ে দুজন শ্রমিক দিয়ে আমি সড়কের ইটগুলো তুলে সড়কের পাশেই রেখেছি। মাসখানেক পর আবার সুন্দর করে নির্মাণ করে দেব।’

কালিয়া ইউপি চেয়ারম্যান জামাল হোসেন বলেন, ‘ইউপি সদস্য মঙ্গলবার আমাকে বলেছেন, ওই সড়ক দিয়ে মাটি নিতে এক মাস সময় লাগবে। মাসখানেক পর আবার সড়কটি নতুন করে নির্মাণ করবেন। তবে সড়কে বিছানো ইট তোলা ঠিক হয়নি।’

পিআইও তাহমিনা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সড়ক থেকে ইউপি সদস্যের ইট তোলার ভিডিওটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি মঙ্গলবার তাৎক্ষণিকভাবে আমি ইউপি সদস্যকে বলেছি। প্রকল্পটি পাস না হলেও ওই সড়কের ইট তুলে নেওয়া ঠিক হয়নি।’

Related articles

Recent articles

spot_img