15.6 C
New York

রাজশাহীতে স্বতন্ত্র সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, ফাঁকা গুলি

Published:

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি সদস্যরা প্রায় ১৩টি ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়েছেন। সংঘর্ষে দুজন পুলিশ ও দুজন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি মোটরসাইকেল ভাঙচুরের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মুন্ডুমালা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় গোলাম রব্বানীর সমর্থকেরা ফলাফল মেনে নিতে পারেনি। মুন্ডুমালা পৌর এলাকা গোলাম রব্বানীর নিজের এলাকা। তিনি পৌরসভার সাবেক দুবারের মেয়র। তাঁর সমর্থকদের প্রত্যাশা ছিল, এ কেন্দ্রে অবশ্যই গোলাম রাব্বানী বিপুল ভোটে জয়ী হবেন। সেখানে তাঁর পরাজয় সমর্থকেরা মেনে নিতে পারেননি। তাঁরা পুনরায় ভোট গণনার দাবি জানান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট বাক্স নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার উদ্যোগ নিলে তাঁরা কেন্দ্রটি ঘেরাও করেন। সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা তাঁরা কেন্দ্রটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Related articles

Recent articles

spot_img