20.7 C
New York

রংপুর-৩ আসনে নেই উৎসবের আমেজ

Published:

কাচারি বাজারের হীরা রশিদ নামের একজন ভোটার বলেন, এবারের নির্বাচনে রংপুর-৩ সদর আসনে ভোট নিয়ে আলোচনা নেই। জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের দলীয় লোকজন নিয়ে ছুটে যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে। কিন্তু তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই তাঁর। তবে আলোচনা আছে, হিজড়া প্রার্থীকে নিয়ে। 

জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলেন, জি এম কাদের গত শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুরে এসেছেন। সেদিন থেকে তিনি টানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকার বাইরে গতকাল বৃহস্পতিবার রংপুর-৪, ৫ ও ৬ আসনে তিনটি পৃথক পথসভায় প্রধান অতিথি ছিলেন। রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী সর্বশেষ নির্বাচনী জনসভা করেছেন গতকাল সন্ধ্যার পর সিটি বাজার এলাকায়। 

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির নেতা-কর্মীরা কাজ করছেন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির জন্য। আমি নিজেও আমার নির্বাচনী এলাকার বিভিন্ন পথসভায় ভোট প্রার্থনার পাশাপাশি ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, রংপুরে এখনো ভোটের পরিবেশ ভালো আছে। 

জি এম কাদেরের সঙ্গে প্রচারণায় ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, মহানগর জাপার আহ্বায়ক ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর জাপার সদস্যসচিব এস এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা জাপার সদস্যসচিব আবদুর রাজ্জাকসহ স্থানীয় নেতা-কর্মীরা। 

Related articles

Recent articles

spot_img