Home Sport News যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের অবস্থান, এগিয়ে আসছেন আন্দোলনকারীরা

যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের অবস্থান, এগিয়ে আসছেন আন্দোলনকারীরা

130
0
যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের অবস্থান, এগিয়ে আসছেন আন্দোলনকারীরা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে কতিপয় আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটেছে আইনশৃঙ্খলা বাহিনী। অসংখ্য সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়লেও পিছু হটেননি আন্দোলনকারীরা। এখন পুলিশ যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান নিলেও সেদিকে এগিয়ে আসছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টা পর্যন্ত আন্দোলনকারীরা পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া দিয়ে যাত্রাবাড়ী নিয়ে আসে। এতে ঘটনাস্থলে রণক্ষেত্র তৈরি হয়। চারদিক থেকে পুলিশের দিকে ইট ছোড়া হচ্ছে।এদিকে আন্দোলনকারীদের রুখতে পুলিশের সঙ্গে অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেও আন্দোলনকারীরা পিছু হটেননি। বার বার ছত্রভঙ্গ হলেও ফের একত্রিত হয়ে ইট ছুড়ছেন আন্দোলনকারীরা। এখন যাত্রাবাড়ী থানার দিকে এগিয়ে আসছেন আন্দোলনকারীরা। এদিকে আশাপাশের বিভিন্ন এলাকা দিয়েও ইট ছোড়া হচ্ছে পুলিশের দিকে।

এরআগে শনিরআখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশ জায়গাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

আইএইচআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here