10.7 C
New York

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা

Published:

যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে যশোর ক্যান্টনমেন্ট কলেজস্থ ডিওএইচএস মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ডিওএইচএস পরিষদের সভাপতি মেজর মো. গোলাম হায়দার (অব.)।

এসময় তিনি বলেন, নতুন করে উদ্যোক্তা সৃষ্টি হতে এ মেলা ভূমিকা রাখবে। বহুবছর এ ধরনের আয়োজন যশোরে হয়নি। যশোরবাসীর বাড়তি আনন্দ দিতে এবার মেলায় ব্যতিক্রমী আয়োজন করেছেন। যা যশোরবাসীর মন কাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা এ. ডবিøউ. এম রায়হান শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিওএইচএস পরিষদের মেম্বার অ্যাডমিন লেফটেন্যান্ট শ্যামল কুমার রায় (অব.)।

বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মেসার্স নাওমী এন্টারপ্রাইজের প্রোপাইটর সৈয়দ কবির আহম্মেদ মিঠু। পরে সংস্কৃতি অনুষ্ঠানে বগুড়ার শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।

যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক অনুমোদিত এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মেসার্স নাওমী এন্টারপ্রাইজ।

আয়োজকরা জানান, মেলায় উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের সঙ্গে বাহারি পণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দ্যা লায়ন সার্কাস। এছাড়াও রয়েছে মেলায় প্রবেশ টিকিটের উপর র‌্যাফেল ড্র। অর্থাৎ ২০ টাকা দিয়ে মেলায় প্রবেশ করে মোটরসাইকেল থেকে শুরু করে প্রতিদিন আকর্ষণীয় বিভিন্ন সব পুরস্কার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া মেলায় রয়েছে বিভিন্ন হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের বিপুল সমাহার। রয়েছে শিশুদের বিনোদনের সুব্যবস্থা। এছাড়া প্রতিদিন থাকবে দেশের নামীদামি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নওমী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ কবীর আহমেদ মিঠু বলেন, যশোরে এই প্রথম বড় আকারে সুসজ্জিত মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৬০টি স্টল রাখা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি বিনোদন দিতে প্রবেশ টিকিটের সঙ্গে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। গেট টিকিটের র‌্যাফেল ড্র প্রতিদিন রাত ১০টায় মেলা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে।

মিলন রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img