15.3 C
New York

মোহাম্মদ আলীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: রিজভী

Published:

দেশের এ সংকটময় মুহূর্তে এজে মোহাম্মদ আলীর মতো একজন বরেণ্য আইনজীবীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ মে) ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর জানাজায় অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। পরে বিএনপির পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় রিজভী বলেন, এজে মোহাম্মদ আলী ছিলেন দেশের একজন খ্যাতিমান আইনজীবী। দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। আইনের শাসন, গণতন্ত্রের পক্ষের এবং ন্যায় বিচারের আন্দোলনের একজন স্বপক্ষের আইনজীবী ছিলেন তিনি। বর্তমান এ দুঃসময়ে তার মতো একজন প্রতিভাবান আইনজীবীর বড় প্রয়োজন ছিল। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, আমিনুল ইসলাম, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্তসহ অনেকে।

কেএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img