13 C
New York

মোস্তাফিজের ২ উইকেট, হায়দরাবাদকে হারিয়ে প্রতিশোধ চেন্নাইয়ের

Published:

চলতি আইপিএলে প্রথম দেখায় চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যে কারণে রোববার ছিল প্রতিশোধের ম্যাচ। সে সুযোগ মোটেও হাতছাড়া করেনি চেন্নাই। দ্বিতীয়বারের দেখায় হায়দরাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানের দল।

চেন্নাইয়ের ৩ উইকেটে ২১২ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ অলআউট হয়ে গেছে ইনিংসের ৭ বল বাকি থাকতে মাত্র ১৩৪ রানে।

এই ম্যাচে বল হাতে প্রথম দুই ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে জোড়া শিকার করেছেন। ফিরিয়েছেন শাহবাজ আহমেদ ও জয়দেব ওনাদখতকে।

চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ৫৪ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস ও ড্যারিল মিচেলের ফিফটিতে (৩২ বলে ৫২) ২১২ রানের বড় পুঁজি গড়ে চেন্নাই।

রুতুরাজ ১০ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩ ছক্কা। এছাড়া শিবম দুবে খেলেন ২০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি হায়দরাবাদের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৩২ রানে করেন এইডেন মার্করাম। আর হেনরিখ ক্লাসেনের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০ রানে। বাকিদের কেউ আর ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে শিকার করেন ২৭ রানে ৪ উইকেট। আর মাথিশা পাথিরানা নেন মোস্তাফিজের সমান ২ উইকেট।

এমএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img