27.9 C
New York

মেরিল ক্যাফে লাইভে তারকাদের ঈদ আড্ডা: চলচ্চিত্র ও সংগীত জগতের নানা খবর

Published:

সঙ্গে ছিলেন নবাগত কণ্ঠশিল্পী আলিফ। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের দুটি গানের পর এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ চলচ্চিত্রের ‘বরবাদ’ গানটিও প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা। গানটিতে কণ্ঠ দিয়েছেন আলিফ। আলিফের কণ্ঠে গানটি শোনার মাধ্যমেই শুরু হয় পর্বটি। ‘কীভাবে আলিফকে খুঁজে পেলেন প্রিন্স?’ উপস্থাপকের প্রশ্নের উত্তরে প্রিন্স মাহমুদ বলেন, ‘তাকে খুঁজে পাই ফেসবুকে। সে আমার কমেন্টে এসে নিজের গান পাঠাত। শুনে দেখলাম, এ কণ্ঠই আমি দীর্ঘদিন ধরে খুঁজছি। তারপর কথা হলো, দেখলাম সে কথাও এভাবে বলে। তার মানে সে কারও কণ্ঠ নকল করে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম তাকে নিয়ে কাজ করার।’ আলিফের কাছে উপস্থাপক জানতে চান, তিনি কখনো ভেবেছিলেন কি না, তাঁর যোগাযোগে প্রিন্স মাহমুদ সাড়া দেবেন? উত্তরে আলিফ বলেন, ‘আমি কোনো দিনই ভাবিনি। এটা আমার জন্য বড় একটা পাওয়া। এর অবদান পুরোটাই প্রিন্স ভাইয়ের।’ প্রিন্সের সঙ্গে আলিফের প্রথম কথা হয় ২৩ ফেব্রুয়ারি ২০২১-এ। যখন ‘বরবাদ’ গানটি রেকর্ড হচ্ছিল, আলিফ জানতেন না গানটা কোথায় যাবে। গানটি মুক্তি পাওয়ার এক ঘণ্টা আগে তিনি জানতে পারেন, তাঁর গান শাকিব খানের ‘রাজকুমার’ চলচ্চিত্রের জন্য তৈরি হয়েছে। রিয়াদ-আলিফদের মতো নতুনদের তুলে আনার ক্ষেত্রে কিসে প্রাধান্য দেন প্রিন্স? উত্তরে প্রিন্স মাহমুদ বলেন, ‘শুধু ভালো গাইলেই চলবে না, তার কণ্ঠটা আমাকে টানতে হবে।’ আলিফের কণ্ঠে অরিজিৎ সিংয়ের ‘মে ঢুন্ডনে কো জামানে মে’ গানের মাধ্যমে পর্বটি শেষ হয়।

Related articles

Recent articles

spot_img