15.8 C
New York

মিরসরাইয়ে কদর বেড়েছে মোমবাতির, বেশি দামে বিক্রির অভিযোগ

Published:

চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক বাড়িঘর। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ফলে সোমবার (৬ মে) দুপুর ১টা থেকে সম্পন্ন বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

এতে করে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার নাগরিক রয়েছেন অন্ধকারে। ফলে সন্ধ্যার পর উপজেলায় বেড়ে গেছে মোমবাতির চাহিদা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে মোমবাতির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

মিরসরাই পৌর সদরের নূর স্টোরের নুরুল আলম বলেন, সোমবার দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় মোমবাতির চাহিদা বেড়েছে। প্রতি প্যাকেট মোমবাতি ৩০ টাকার স্থলে ৩৫-৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। চাহিদা বেশি থাকায় অনেক দোকানে মোমবাতি শেষ হয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে অনেকে ৫-৭ প্যাকেট করে মোমবাতি কিনে নিয়েছেন।

মিজানুর রহমান নামের একজন বলেন, ১০ টাকার মোমবাতি হঠাৎ করে ২০ টাকায় বিক্রি করছে। মোমবাতি দোকানে থাকার পরও নেই বলে মিথ্যাচার করছে বেশি দামে বিক্রির জন্য।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা জুড়ে প্রায় ৮০টি খুঁটি ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে ছিঁড়ে গেছে তার। আমাদের কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img