18.1 C
New York

মিয়ানমারের সেনা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে এসে গ্রেফতার

Published:

মিয়ানমারের সেনা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের গুলিসহ রোহিঙ্গা দুই যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নয়াপাড়া এলাকায় চেকপোস্ট চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ ই-ব্লকের ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (১৯) ও নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালামের ছেলে আনোয়ার মোস্তফা (১৮)।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে চেকপোস্ট চলাকালীন কক্সবাজারমুখী পায়রা সার্ভিস নামের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রীর আসনে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কোমরে বাঁধা অবস্থায় একটি কালো রঙের ব্যাগ পাওয়া যায়। পরে এ ব্যাগ থেকে ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্বীকার করেন, গত ১৯ এপ্রিল তারা দালালের মাধ্যমে মিয়ানমারের মংডু জেলার দেশটির সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে মিয়ানমার সেনাবাহিনী তাদের জি-৩ রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীর পক্ষ হয়ে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে এ প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে সাতদিন থাকার পর অতিরিক্ত গরম ও খাদ্য সমস্যার কারণে গুলিসহ মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন তারা। এসব গুলি নিয়ে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম।

সায়ীদ আলমগীর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img