Home Defence মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

111
0
মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করছে না। স্থানীয় যানবাহন কিছুটা চলাচল করলেও মহাসড়ক ফাঁকা রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হওয়ার আশঙ্কা থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ। সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবির সদস্যরা টহল দিতে শুরু করেন।

এদিকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিলেন। আর একের পর এক কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।  দেখা যায় পুলিশকে। শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here