22.7 C
New York

ভোটার আনাই চ্যালেঞ্জ | প্রথম আলো

Published:

একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ফলে ভোট হবে ২৯৯টি আসনে। এসব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছেন ২৬৫টিতে। আর দলটির স্বতন্ত্র প্রার্থী আছেন অন্তত ২৬৯ জন। ইসির হিসাবে, সব দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী আছেন ১ হাজার ৯৬৯ জন। অবশ্য এর মধ্যে কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার সকালে একযোগে ২৯৯ আসনের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। এসব আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটির বেশি। নারী ভোটার ছয় কোটির কিছু কম। তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৮৪৮ জন।

এবার বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাচ্ছে ভোটের দিন সকালে। তবে দুর্গম এলাকায় অবস্থিত ২ হাজার ৯৬৪টি ভোটকেন্দ্রে গতকালই ব্যালট পেপার পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ভোটকেন্দ্রগুলোতে ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া আনসার সদস্য থাকবেন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন। এর বাইরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও আনসারের আরও সদস্যরা দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ভোটের মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে মোট ২ হাজার ৭৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর বাইরে ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটে দায়িত্ব পালন করবেন।

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ২০ হাজারের বেশি দেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। তবে আসলে কতজন পর্যবেক্ষণে থাকবেন, সেটা নির্বাচন কমিশন আগে থেকে বলতে পারছে না। আর বিদেশি পর্যবেক্ষক নিজ উদ্যোগে এসেছেন ১১৭ জন, আমন্ত্রিত ৩২ জন। বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও তাঁদের প্রতিনিধি এসেছেন ১৮ জন। এবারের নির্বাচন অনুষ্ঠানে খরচ হচ্ছে দুই হাজার কোটি টাকার বেশি।

Related articles

Recent articles

spot_img