Home Defence ভৈরবে ভাঙচুরের ঘটনায় ২ মামলা, আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

ভৈরবে ভাঙচুরের ঘটনায় ২ মামলা, আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

124
0
ভৈরবে ভাঙচুরের ঘটনায় ২ মামলা, আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির নেতা-কর্মীরা জানান, ঘটনার পর থেকে স্থানীয় বিএনপির নেতাদের ধারণা ছিল দোষ না করলেও এই সহিংসতার দায়ভার তাঁদের নিতে হবে। মামলার আসামি হওয়া থেকে নিজেদের রক্ষার সুযোগ নেই, হয়েছেও তা–ই। পুলিশ এখন হামলাকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিএনপি দমনে নেমেছে। প্রতিদিন বিএনপির নেতা-কর্মীদের বাসায় হানা দিচ্ছে পুলিশ। আন্দোলনকারীরা এখন অনেকটা নিজেদের নিরাপদ ভাবছে। গ্রেপ্তার নিয়েও ভয় নেই। আতঙ্ক কেবল বিএনপির ঘরে ঘরে। এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই বিএনপির নেতা-কর্মী।
মুঠোফোনে কথা হয় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সরকার কোটা আন্দোলনকে এখন বিএনপি দমনের হাতিয়ার হিসেবে নিয়েছে। আর এই কারণে কোনো কিছু না করেও আসামি হতে হলো। আজ আমার বাসায় পুলিশ গিয়ে তল্লাশি চালিয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলা আরও হবে। থানা ভবন ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।
রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে হামলাকারীদের একটি অংশ হামলা চালায় রেলস্টেশনে। তখন ভৈরব স্টেশনে থেমে ছিল বিরতিহীন আন্তনগর সোনার বাংলা ট্রেনটি। হামলাকারীরা ট্রেনের পেছনের দুটি বগিতে ভাঙচুর চালায়। পরে ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা এসে হামলাকারীদের ধাওয়া করেন। তখন আন্দোলনকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এতে ট্রেনটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

ভৈরব রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, হামলায় ট্রেনটির পেছনের দুটি বগি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার বলেন, ট্রেন ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ছবি দেখে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here