17.2 C
New York

ভারতের আগামী নির্বাচনে কংগ্রেস একা লড়বে ২৫৫ আসনে, বাকিগুলোয় ‘ইন্ডিয়া’

Published:

কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে একা প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৪২১ আসনে। জিতেছিল মাত্র ৫২টিতে। বৈঠকে ঠিক হয়েছে, ‘বাস্তব পরিস্থিতি’ বিচার করে এবার দল ২৫৫টির মতো আসনে মনোনিবেশ করবে। রাজ্যে রাজ্যে সেই আসনগুলো বাছা হয়েছে, যেখানে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। ঠিক হয়েছে শুধু লড়াইয়ের জন্য প্রার্থী দেওয়ার মানসিকতা দল এবার ত্যাগ করবে। সব কেন্দ্রে প্রার্থী দেবে না।      

কংগ্রেসের এক শীর্ষ নেতা এই সিদ্ধান্ত সম্পর্কে আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, বাস্তব পরিস্থিতি বিচারের সময় দল তিনটি বিষয় বিবেচনা করেছে। দলীয় শক্তি, রাজনৈতিক বাধ্যবাধকতা এবং অর্থের জোগান। তিনি বলেন, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, আসাম, উত্তরাখন্ডের মতো যে রাজ্যগুলোয় বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে অধিকাংশ আসনে কংগ্রেসই লড়বে। এই সব রাজ্যে যদি দেখা যায় কোনো কোনো কেন্দ্রে স্থানীয় কোনো দলের প্রভাব রয়েছে, সে ক্ষেত্রে রাজ্য পর্যায়ে দু–একটি আসন ওই দলকে ছাড়া হতে পারে। কেরলে লড়াই কংগ্রেস ও সিপিএম জোটের মধ্যে। সেখানে পরিস্থিতি বিচারে দুই দল আলোচনায় বসবে। বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে কংগ্রেস আগে থেকেই জোটের শরিক। সেখানে বাস্তব পরিস্থিতি বিচারে আসনের দাবি জানানো হবে। এই রাজ্যগুলো ছাড়া রয়েছে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে দল যথেষ্ট হীনবল। ওই শীর্ষ নেতার কথা অনুযায়ী, এই ধরনের রাজ্যে নিছক লড়াইয়ের জন্য দল প্রার্থী না দেওয়ার পক্ষে। দলীয় শক্তি ও রাজনৈতিক বাধ্যবাধকতা এ ক্ষেত্রে গুরুত্ব পাবে।

Related articles

Recent articles

spot_img