13.3 C
New York

বৈশাখের সকালে দেখা মিললো পৌষের ঘন কুয়াশা

Published:

সারাদিন প্রচণ্ড তাপপ্রবাহ ও রাতে তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছে। এমন তাপদাহে বৈশাখের সকালে দেখা মিললো পৌষের ঘন কুয়াশা। বৈশাখের এই প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ঘন কুয়াশার মতো আসলে এটি কী, তা নিয়ে স্থানীয়দের কৌতূহল তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া খালপাড়ে এমন দৃশ্যের দেখা মেলে।

এদিন ময়মনসিংহ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান।

ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে ছিল। সঙ্গে ছিল মৃদু বাতাসও। ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। কুয়াশা ভেদ করে ঠিক কয়েক মিনিট পরই সূর্য উঁকি দিয়ে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই কেটে যায় কুয়াশা। তবে এর আগে এমন দৃশ্য দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৈশাখের সকালে দেখা মিললো পৌষের ঘন কুয়াশা

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, আজ ভোরে যে ঘন কুয়াশা দেখেছি আগে কখনো দেখিনি।

একই এলাকার বাসিন্দা জুয়েল মিয়া বলেন, ভোরে হাঁটতে বের হয়ে ঘন কুয়াশা দেখেছি। ধান গাছের ডগায় কুয়াশা জমে ছিল। এমন আজব দৃশ্য এর আগে কখনো দেখিনি।

ময়মনসিংহ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এটা অস্বাভাবিক কিছু না। দিন এবং রাতের প্রচণ্ড তাপদাহের কারণে জলীয় বাষ্পও কুয়াশার মতো দেখা যেতে পারে। তবে আমি বর্তমানে দেশের বাইরে আছি। দেশে থাকলে হয়তো পর্যবেক্ষণ করে আরও কিছু বলা যেত।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img